Black Thread On Narendra Modi`s Hand : নরেন্দ্র মোদী একজন দক্ষ রাজনৈতিক নেতা একথা বলার অপেক্ষা রাখেনা, তবে অনেকের মতে তাঁর সফলতার চাবিকাঠি নাকি তাঁর হাতের ওই কালো সুতো? এই কালো সুতোর প্রভাবেই নাকি তিনি হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদির হাতে কালো সুতো পড়ার কথা সাম্রতিক প্রকাশিত হয়েছে ভারতের জাতীয় নিউস চ্যানেল এর ওয়েবসাইট এ। আসুন তাঁর হাতের কালো সুতোর রহস্য ভেদ করি।
নরেন্দ্র মোদীর জন্ম (Narendra Modi)
১৯৫০ সালের ১৭ই সেপ্টেম্বর ভারতের গুজরাটে নরেন্দ্র মোদীর জন্ম হয়। মাত্র সতেরো বছর বয়সে তিনি নিজের বাড়ি ছেড়ে ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েন। দু’বছর ধরে তিনি ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে বৈচিত্র্যময় ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হন।
নরেন্দ্র মোদীর আর.এস.এস. – এর প্রচারক হিসাবে কাজ শুরু
১৯৭২ সালে আমেদাবাদে গিয়ে তিনি আর.এস.এস. – এর প্রচারক হিসাবে কাজ শুরু করেন। ১৯৯৫ সাল থেকে শ্রী মোদী বি.জে.পি.’র জাতীয় পর্যায়ের সম্পাদক হিসাবে হরিয়ানা এবং হিমাচলপ্রদেশের সাংগঠনিক দায়িত্ব পান।
প্রশাসক নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদী (Narendra Modi) ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রীর মুখ হয়ে ওঠেন তিনি এবং ২০১৪ সালের ২৬ মে সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের সামনের প্রাঙ্গণে ইতিহাস রচিত হয়। ঐ দিন নরেন্দ্র মোদী ভারতের মানুষের কাছ থেকে এক ঐতিহাসিক জনাদেশ পেয়ে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। এখনো তার সাফল্য বহমান।।।
নরেন্দ্র মোদীর হাতে কালো সুতোর রহস্য

প্রথমে মানুষের চোখে না পড়লেও ইদানিং অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রায়ই দেখা যায় তার হাতে কালো সুতো বাঁধা অবস্থায় (Why a Black Thread On Narendra Modi`s Hand )। এই কালো সুতোটি কী এবং কেন তিনি এটি বাঁধেন তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে ।
হিন্দু ধর্মীয় বিশেষজ্ঞদের মতে, কালো সুতোর ব্যাখ্যা

হিন্দু ধর্মীয় বিশেষজ্ঞদের মতে, নরেন্দ্র মোদীর হাতে কালো সুতোর রহস্যের পিছনে রয়েছে একটি ধর্মীয় বিশ্বাস। হিন্দু ধর্মে, কালো সুতোকে তুলা বা পাট দিয়ে তৈরি করা হয়। এটি সাধারণত কব্জি বা হাতের উপর বাঁধা হয়।
হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে কোনো ব্যাক্তি কালো সুতো পরলে সেই ব্যক্তিকে নেগেটিভ শক্তি থেকে রক্ষা করা হয়। এটি সেই ব্যক্তিকে সফল , সুস্থ, সুখী এবং সমৃদ্ধ রাখতে সাহায্য করে।
নরেন্দ্র মোদী ছাড়াও, অনেক ভারতীয় রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরাও কালো সুতো পরেন। এটি হিন্দু ধর্মের একটি সাধারণ প্রথা।
এছাড়া কালো রং শনিদেবের সঙ্গে সম্পর্কিত বলে হিন্দু ধর্মে মানা হয়। শনিদেবকে সন্তুষ্ট করতে পারলে অযাচিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাই।
কালো সুতো ব্যবহারে জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা

তবে এই কালো সুতো ব্যবহারের বেশ কয়েকটি নিয়ম রয়েছে জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষশাস্ত্রের নিয়ম মেনে আপনিও যদি কালো সুতো ব্যবহার করেন তাহলে চমকপ্রদ উপকার পাবেন বলেই মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী এই কালো সুতো বাঁধার সময় অবশ্যই শুভক্ষণ দেখে বাঁধতে হবে। বিশিষ্ট পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে নিয়ে এই সুতো পরা অতি আবশ্যক। কেউ এটি কেউ এটি গলায় পরেন এবং হাতের কব্জিতে বাঁধেন । অনেকে পায়ের আঙুলেও কালো সুতো পরেন। মঙ্গল ও শনিবারও কালো সুতো পরা শুভ বলে মনে করা হয়।
উপসংহার
আপনার ইচ্ছে হলে আপনিও এই কালো সুতো পড়তে পারেন, তবে এই কালো সুতো পড়ার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই , এই কালো সুতো শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস থেকেই মানুষ পরে থাকেন ।
আপনি কি কখনো এই কালো সুতো পড়ে কোনো উপকার পেয়েছেন তা আমাদের নিশ্চই জানাবেন।