anurager chowa serial cast, real identity of bangla serial actors and actresses
বাংলা টেলিভশন এর পর্দায় বর্তমানে অগণিত ধারাবাহিক রয়েছে , তার মধ্যে অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া, তবে আপনারা জানেন কি যে এই সিরিয়ালটি একটি মালয়ালম টিভি সিরিয়াল “করুথামুথুর” থেকে অফিসিয়ালি রিমেক করা হয়েছে ।
সে যাই হোক দর্শক কুলের ভালোবাসা পেয়ে এই ধারাবাহিকটি এখন সব থেকে বেশি জনপ্রিয় টিভি সিরিয়াল , এই সিরিয়ালে যারা অভিনয় করছেন তারা দর্শকের অত্যন্ত কাছের মানুষ হয়ে উঠেছেন কারণ সিরিয়ালটি শুরু হয়েছিল ৭ই ফেব্রুয়ারী 2022 , তাই এতদিনের সম্পর্কে তো কাছের মানুষ হতেই হবে তাছাড়া কি এতদিন পথচলা সম্ভব হতো সিরিয়ালটির পক্ষে
তবে জীবনের নানা ব্যাস্ততায় সব দর্শকের পক্ষে তাদের প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোয়ার অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয় জানা হয়ে ওঠেনি। আজ আসুন আমরা সবার আসল পরিচয় জেনেনি —
বাংলা সিরিয়াল উইকি (Bengali Serial Wiki ) | |
---|---|
ধারাবাহিকের নাম (Serial Name ) | অনুরাগের ছোঁয়া (anurager chowa) |
চ্যানেলের নাম (Channel Name) | স্টার জলসা (Star Jalsa) |
প্রোডাকশন কোম্পানি(Production company) | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (Shree Venkatesh Films) |
পরিচালক (Director) | অনুপম হোরি (Anupam Hori) |
চিত্রনাট্য (Screenplay) | শ্রাবন্তী বসু (Srabonti Bosu) |
সংলাপ লেখক (Dialogue writer) | সায়ান চৌধুরী (Sayan Chowdhury) |
মুখ্য চরিত্রে (Main Cast) | দিব্যজ্যোতি দত্ত, স্বস্তিকা ঘোষ |
অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরিচালক ও সংলাপ লেখক (Director and dialogue writer)
অনুরাগের ছোঁয়া টিভি সিরিয়ালটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (Shree Venkatesh Films) ব্যানারে নির্মিত হয়েছে, এই টিভি সিরিয়ালটির যিনি পরিচালক তার নাম হলো অনুপম হোরি ( Anupam Hori ) এবং সিরিয়ালটির সংলাপ যিনি লিখেছেন তার নাম সায়ান চৌধুরী (Sayan Chowdhury )। আসুন জেনেনি অভিনেতা ও অভিনেত্রীদের পরিচয়।
অনুরাগের ছোঁয়ার অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয় (anurager chowa serial cast)
মিশকা চরিত্রে অহনা দত্ত (Ahona dutta As Mishka)

ইনি না থাকলে হয়তো দর্শকের কাছে সিরিয়ালটি এত পছন্দের হতোনা তা বলাই যাই। হ্যাঁ ঠিক ধরেছেন ইনি হলেন মিশকা, একজন সার্জন এবং এক কুটিল চরিত্র। তবে আপনারা নিশ্চই জানেন যে , প্রথমে মিশকা কুটিল ছিলোনা , সে সূর্যের খুব ভালো বন্ধু ছিল এবং সূর্যকে ভালোবাসতো কিন্তু সূর্য দীপার সংস্পর্শে আসার পর থেকে মিশকা তেলে-বেগুনে জ্বলতে থাকে এবং বিভিন্ন ছলের আশ্রয় নিয়ে সমস্যার সৃষ্টি করতে থাকে।
মিশকা চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম হলো অহনা দত্ত। ২০০৩ সালের ১১ই জুন অহনা দেবীর জন্ম হয়। মাত্র ১৯ বছর বয়সে তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে দর্শকের মনে জায়গা করেনিয়েছেন। অভিনয় ছাড়াও অহনা দত্তের সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা রয়েছে।
সূর্য চরিত্রে দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta As Surya)

ইনি হলেন ধারাবাহিকের নায়ক ডাঃ সূর্য সেনগুপ্ত , তিনি একজন স্বনামধন্য কার্ডিওলজিস্ট। ডাঃ সূর্য সেনগুপ্ত হলো প্রবীর ও লাবণ্যর দ্বিতীয় সন্তান এবং দীপার স্বামী।
অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়ক ডাঃ সূর্য সেনগুপ্তের আসল নাম হলো দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta), ১৯৯৯ সালের ২রা সেপ্টেম্বর তাঁর জন্ম হয়। এই 23 বছর বয়সী ছেলেটি (দিব্যজ্যোতি দত্ত ) বহুমুখী অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মনের মানুষ হয়ে উঠেছেন খুব অল্প সময়েই ।
২০১৭ সালে জী বাংলার জনপ্রিয় সিরিয়াল “জয়ী (Joyee)” তে নায়কের চরিত্র ‘রিবুর’ ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তাঁর বিপরীতে নায়িকার চরিত্র “জয়ীর ” ভূমিকায় ছিলেন দেবাদৃতা বসু (Debadrita Basu)।
দীপার চরিত্রে স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh As Dipa)

ষ্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি এতদিন ধরে যার কারণে দর্শকের অত্যন্ত প্রিয় সিরিয়াল হতে পেরেছে তিনি হলেন সিরিয়ালটির নায়িকা দীপান্বিতা মজুমদার তবে দর্শককুল তাকে দীপা নামেই চেনে। ধারাবাহিকে দীপার পরিচয় সকলেই জানেন তবু বলে রাখি তিনি হলেন অজয়ের মেয়ে, রত্নার সৎ-কন্যা এবং ঊর্মির সৎ বোন , এছাড়া দীপার সবথেকে বড় পরিচয় হলো তিনি সূর্যের অর্ধাঙ্গিনী।
সিরিয়ালটির নায়িকা দীপান্বিতা মজুমদার ওরফে দীপার আসল নাম হলো স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) তবে তাঁর একটা ডাক নামও (Nick Name) আছে সেটা হলো “রিয়া (Riya”। ২০০২ সালের ১১-ই সেপ্টেম্বর স্বস্তিকা ঘোষের জন্ম হয়। 20 বছর বয়সী এই মেয়েটি 2020 সালে সান বাংলার জনপ্রিয় টিভি সিরিয়াল “সরস্বতীর প্রেমে ” প্রথম অভিনয় করেন এবং বর্তমানে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে নায়িকার ভূমিকায় অভিনয় করে সকলের নয়নের মনি হয়ে উঠেছেন ।
তবলা চরিত্রে অনিন্দ্য ব্যানার্জী (Anindya Banerjee As Tabla)

ধারাবাহিকে এনার নাম তবলা – যারা প্রথম থেকেই সিরিয়ালটি দেখছেন তারা জানেন যে , সিরিয়ালের নায়িকা দীপা কে মেরে ফেলার জন্য মিশকা নামের এক ভয়ঙ্কর মহিলা তবলা কে ভাড়া করেছিল, অবশ্য পরে দীপার মায়াময় মুখ দেখে আর হত্যা করতে পারেনি।
এই তবলার আসল নাম অনিন্দ্য ব্যানার্জী , তিনি অসাধারণ একজন অভিনেতা। অনিন্দ্য ব্যানার্জীর জন্ম হয় ১লা জানুয়ারী ১৯৯০ সালে ।
তিনি প্রথম অভিনয় করেন মাছের কাঁটা নামের একটি বাংলা শর্টফিল্মে। এছাড়া অনিন্দ্য ব্যানার্জী বেশ কয়েকটি বাংলা সিনেমাতে অভিনয় করেছেন যেমন : আরশিনগর (2015), মহানায়িকা (2016) অসমাপ্ত (2017). আমি রাজনীতি চাইনা . ইত্যাদি।
অনুজা সেনগুপ্ত চরিত্রে সায়ন্তনী (Sayantani As Anuja)

ধারাবাহিকে এনার নাম অনুজা সেনগুপ্ত – সিরিয়ালটিতে এনার অনেকগুলি পরিচয় আছে তবে সায়ন্তনী হলেন প্রতীকের স্ত্রী ও তিস্তার মা, এইটুকু বললেই আপনাদের কাছে যথেষ্ট তা আমি জানি।
অনুজার আসল নাম হলো সায়ন্তনী সেনগুপ্ত মল্লিক । এনার জন্ম হয় ২৫ এপ্রিল ১৯৯৪ সালে এবং তিনি প্রথম অভিনয় শুরু করেন জী বাংলার জনপ্রিয় জামাই রাজা সিরিয়ালে।
সায়ন্তনী সেনগুপ্ত ২০২১ সালে ইন্দ্রনীল মল্লিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
কবির রিজভী চরিত্রে শৌমো ব্যানার্জী (Soumya As Kabir)

ধারাবাহিকে এনার নাম “কবির রিজভী” – একজন লেখকের চরিত্রে তিনি অভিনয় করছেন , তবে ওনার একটা পরিচয় হলো গল্পের নায়িকা দীপার পাতানো ভাই।
কবির রিজভীর আসল নাম হলো শৌমো ব্যানার্জী , আমরা যারা একেনবাবুর ভক্ত তারা সকলেই জানি যে শৌমো ব্যানার্জী একেনবাবু ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে থাকেন।
অনুরাগের ছোঁয়া ছাড়াও তিনি “সোনা রোদের গান, অগ্নিপরীক্ষা, নিশির ডাক,” ইত্যাদি সিরিয়ালে অভিনয় করেছেন। এবং শৌমো ব্যানার্জীর অভিনীত কয়েকটি ওয়েব সিরিজ হলো একেন বাবু, গভীর জলের মাছ, নকল হীরে, সেই যে হলুদ পাখি, দময়ন্তী ইত্যাদি।
স্বরলিপি চ্যাটার্জী কে শৌমো ব্যানার্জী বিয়ে করেছিলেন কিন্তু পরবর্তীকালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাই।
রত্নার চরিত্রে মল্লিকা মজুমদার (Mallika majumdar As Ratna)

ধারাবাহিকে এনার নাম হলো রত্না মজুমদার, ইনি হলেন উর্মির মা এবং দীপার সৎ মা।
রত্না মজুমদারের আসল নাম হলো মল্লিকা মজুমদার, থার্ড মে ১৯৮০ তে তার জন্ম এবং তার আসল বাড়ি দুর্গাপুরে। তার অভিনীত কয়েকটি সিরিয়েল হলো বকুল কথা, মিলন তিথি, ফিরকি ইত্যাদি।
তিস্তার চরিত্রে শেরশা ব্যানার্জী (Sheersha Banerjee As Tista)

ধারাবাহিকে এনার নাম হলো তিস্তা সেনগুপ্ত , অনুজার মেয়ে তথা পলক, সূর্য ও জয়ের মামাতো বোন।
তিস্তার আসল নাম হলো শেরশা ব্যানার্জী।
পলকের চরিত্রে প্রপ্তি চ্যাটার্জি (Prapti Chatterjee As Palak)

সিরিয়ালটিতে এনার নাম পলক সেনগুপ্ত – সূর্য ও জয়ের বোন।
পলক সেনগুপ্তের আসল নাম হলো প্রপ্তি চ্যাটার্জি , তিনি রাজযোটক, চোখের বালি , এবং বর্ষবরণে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন।
লাবণ্য চরিত্রে রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra As Labanya)

ইনি হলেন লাবণ্য সেনগুপ্ত , প্রবীরের স্ত্রী তথা সূর্য ও জয়ের মা , লাবণ্য চরিত্রে তিনি একজন ব্যাবসায়ী।
লাবণ্য সেনগুপ্তের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম হলো রূপাঞ্জনা মিত্র। ২০০০ সালে তাঁর অভিনয় জীবন শুরু হয় চোখের বালি ধারাবাহিকের মাধ্যমে , তাঁর কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক হলো সিঁদুর খেলা (স্টার জলসা), আঁচল (স্টার জলসা), সতী (জী বাংলা), জন্মভূমি ইত্যাদি।
এছাড়া রূপাঞ্জনা মিত্র অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচিত্রে তাঁর মধ্যে অন্যতম হলো – কাটাকুটি (২০১১), তিন তনয়া (২০১১), ম্যাংগো মৈনাক (২০০৯), প্রেমের ফাঁদে কাকাতুয়া (২০০৯), জিংগেল বেল (২০১৮), দাদার আদেশ(২০০5)
২০০৭ সালে রূপাঞ্জনা মিত্রের বিবাহ হয়েছিল রেজাউল হক এর সাথে কিন্তু ২০১৮ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাই।
প্রবীরের চরিত্রে দেবদূত ঘোষ (Debdut ghosh As Prabir)

ধারাবাহিকে এনার নাম প্রবীর সেনগুপ্ত , ইনি হচ্ছেন লাবণ্য দেবীর স্বামী তথা সূর্য ও জয়ের বাবা।
প্রবীর সেনগুপ্তের চরিত্রে যিনি অভিনয় করছেন তাঁর আসল নাম হলো দেবদূত ঘোষ , তিনি একজন স্বনামধন্য অভিনেতার সাথে সাথে একজন পরিচালক হিসাবেও তাঁর পরিচিতি আছে। দেবদূত ঘোষের পরিচালনায় “আদর” সিনেমাটি ২৩ জুন ২০২৩ এ মুক্তি পেয়েছে।
এছাড়া তিনি ভূতের ভবিষ্যত (২০১২ ), একটি রহস্য গল্প (২০১৩ ), গোয়েন্দা গোগোল (২০১৩), ছায়া মানুষ (২০১৪ ), ব্যোমকেশ বক্সি (২০১৫) ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।
ঊর্মির চরিত্রে সৌমিলি চক্রবর্তী (Soumili Chakraborty As Urmi)

ধারাবাহিকে ইনি হলেন ঊর্মি মজুমদার – এনার পরিচয় সকলের জানা , ঊর্মি হলেন দীপার সৎ বোন , প্রথমে সূর্যের লাভ – ইন্টারেস্ট হলেও পরবর্তীতে সূর্যের ভাই জয়ের সাথে উর্মির বিবাহ হয়।
ঊর্মি মজুমদার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম হলো সৌমিলি চক্রবর্তী ,
২০০৩ সালের 20 জুন সৌমিলির জন্ম হয়। মাত্র 19 বছর বয়সে তিনি মেয়েটি স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে ঊর্মি চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন। অভিনয় ছাড়াও তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবেও পরিচিত।
জয় সেনগুপ্তের চরিত্রে প্রারব্ধি সিংহ (Prarabdhi Singha As Joy)

ধারাবাহিকে ইনি জয় সেনগুপ্তের চরিত্রে অভিনয় করছেন। জয় সেনগুপ্ত হলো প্রবীর এবং লাবণ্যের ছোট ছেলে , সূর্য ও পলকের ভাই। তাছাড়া জয় সেনগুপ্ত হলেন উর্মির স্বামী।
জয় সেনগুপ্তের আসল নাম হলো প্রবীর সিংহ। তিনি অনুরাগের ছোঁয়া সিরিয়ালের প্রথম অভিনয় শুরু করেন।
অনুরাগের ছোঁয়া (Anurager Chowa serial)
আরো বিনোদন
- দেখুন অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ভিডিও (anurager chowa)
- জওয়ান সিনেমায় নতুন লুকে শাহরুখ খানের ছবি ও ভিডিও প্রকাশ্যে
- ব্রজেন্দ্রকুমার দের অবদান এবং কেন তিনি পালাসম্রাট?
গুরুত্বপূর্ণ: আমরা আমাদের সাইটে যে সমস্ত ছবি ব্যবহার করেছি তার কৃতিত্ব তাদের নিজ নিজ মালিকদের, বিশেষ করে Disney+ Hotstar এবং Star Jalsha-কে যায়। আমরা ইন্টারনেট জুড়ে এই সমস্ত তথ্য সংগ্রহ করেছি তাই আপনি যদি কোনও বিভ্রান্তিকর তথ্য খুঁজে পান বা অনুরাগের ছোঁয়া সম্পর্কে আমাদের নিবন্ধে তালিকাভুক্ত নয় এমন কোনও তথ্য আপনার কাছে থাকে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন।